You have reached your daily news limit

Please log in to continue


বুনো হাওয়া বইছে মেগানের মনে

এক বছরও হয়নি, দুনিয়া জানাজানি হয়ে গেছে, মেগান-কেলি প্রেম করছেন। ভাঙচুর প্রেম। যেন এক আগুনের দুটি শিখা। ট্রান্সফরমার ছবির অভিনেত্রী মেগান ফক্সের অনামিকায় হীরার আংটি দেখে সবাই নিশ্চিত হয়ে গেছেন, সম্পর্ক অনেক দূর এগিয়ে গেছে। গায়ক মেশিন গান কেলি ও অভিনেত্রী মেগান ফক্স একত্রে অভিনয় করছেন মিডনাইট ইন দ্য সুইচগ্রাস ছবিতে। অপরাধ ও থ্রিলার ঘরানার এ ছবি পরিচালনা করছেন র‍্যান্ডাল এইমেট। সম্প্রতি মার্কিন জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’-এর জন্য মহড়াতেও অংশ নিয়েছেন দুজন। গত বৃহস্পতিবার নিউইয়র্ক সিটিতে গাড়ি থেকে নামার সময় ক্যামেরাবন্দী হয়েছেন মেগান। বাঁ হাতের আঙুলে দেখা গেছে হীরার একটি বড় আংটি। ছবিটি অনলাইনে ছড়িতে পড়তেই সবাই বুঝে নিয়েছেন, মেগান-কেলির বাগদান হয়ে গেছে। কেলির সঙ্গে প্রথম দেখার স্মৃতিচারণা করতে গিয়ে মেগান বলেছিলেন, ‘আমার ভেতর এক রকম বুনো হাওয়া বয়ে গিয়েছিল। কী হয়েছিল, তা আমি নিজেও বলতে পারব না।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন