বোরো মৌসুমে উফশীতে বিপ্লব, স্থানীয়জাত শূন্যের কোটায়
উচ্চফলনশীল উফশীজাতের ধান আবাদে বরেন্দ্র অঞ্চল রাজশাহীতে বিপ্লব হয়েছে। গত কয়েক দশকের প্রচেষ্টায় কম ফলনশীল স্থানীয় জাতগুলোর ব্যবহার শূন্যের কোটায় নামিয়ে এনেছে কৃষি বিভাগ।
এতে এ অঞ্চলে একদিকে যেমন খাদ্যশস্য উৎপাদনে উদ্বৃত্তের ধারাবাহিকতা রক্ষা হচ্ছে। তেমনি অধিক ফলন পেয়ে লাভবান হচ্ছেন কৃষক।