![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F24b22d8c-5235-4846-820e-34d3ee765bbd%252F68916241_654889055013798_5283653108088438784_n.jpg%3Frect%3D0%252C0%252C750%252C394%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
যে কারণে ৩২ বছর পর বিটিভিতে প্রথমবার তিনি
প্রথম আলো
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০০
ক্যারিয়ারে প্রথমবারের মতো বিটিভির নাটকে অভিনয় করলেন অভিনয়শিল্পী শাহেদ আলী। বিটিভির নাটকে অভিনয়ের স্বপ্ন পূরণ হয়েছে এই অভিনেতার। দেড় যুগ ধরে নিয়মিত নাটক ও চলচ্চিত্রে তিনি অভিনয় দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। কিন্তু বিটিভির নাটকের জন্য সে রকম কোনো প্রস্তাব তিনি কখনোই পাননি। এ ছাড়া অভিনেতা হিসেবে নিজের ‘আত্মসম্মান’ বিসর্জন দিতে চাননি বলে বিটিভির নাটকে তাঁর অভিনয় করা হয়ে ওঠেনি।