ধসে পড়ল নির্মাণাধীন ভবনের ছাদ, আহত ১২
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার বালুচড়া এলাকায় একটি কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিকসহ ১২ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে বালুছড়া কুলগাঁও স্কুলের পশ্চিম পাশে ফোর এইচ গ্রুপের পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাবুরহাট এলাকার আবুল কালাম ও মো. সুমন।