![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/02/01/madaripur-accident-010221-01.jpg/ALTERNATES/w640/madaripur-accident-010221-01.jpg)
মাদারীপুরে বাস চাপায় পথচারী নিহত, পোড়াল বাস
মাদারীপুর শহরে চাপা দিয়ে পথচারীকে মারায় বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটি পুড়িয়ে দিয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা জজ ও দায়রা আদালত কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত ফারুক মুন্সী (৩৯) রাজৈর উপজেলার দক্ষিণ বিদ্যানন্দী গ্রামের জাফর মুন্সীর ছেলে।