You have reached your daily news limit

Please log in to continue


‘রাহানেকে অধিনায়কত্ব দিন, কোহলি শুধু ব্যাটিংই করুক’

২০১৮ সালের নিদাহাস ট্রফি ও এশিয়া কাপ ক্রিকেটে রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর জোরেশোরে আওয়াজ তোলা হয়, বিরাট কোহলির বদলে রোহিতকেই সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অধিনায়ক করার। তা হয়নি। তবে এখনও প্রায়ই শোনা যায় এ কথা। আর এখন নতুন করে যোগ হয়েছে অজিঙ্কা রাহানের নাম। ভারতের সবশেষ অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত অধিনায়কত্ব করেছেন রাহানে। প্রথম ম্যাচে ৩৬ রানে অলআউট হওয়ার পর পিতৃত্বকালীন ছুটিতে ভারতে চলে গিয়েছিলেন নিয়মিত অধিনায়ক কোহলি। পরের তিন ম্যাচে নেতৃত্ব দেন রাহানে। সিরিজের দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি করে দলকে এনে দেন জয়। পরের দুই ম্যাচের একটি হয় ড্র, অন্যটি জিতে সিরিজের শিরোপাও নিজেদের করে নেয় ভারত। এরপর থেকেই মূলত সাদা পোশাকের ক্রিকেটে কোহলির বদলে রাহানেকে অধিনায়কত্ব দেয়ার দাবি তুলেছেন ভক্ত-সমর্থকরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন