বরগুনার সদ্য সমাপ্ত দুই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এসব প্রার্থীদের মধ্যে ৯ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে বরগুনায় ৯ জন ও পাথরঘাটায় ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কমিশনের ৪৪ (৩) বিধিতে বলা হয়েছে,
ভোটগ্রহণ বা ভোটগণনা সমাপ্ত হওয়ার পর যদি দেখা যায় যে, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পেয়েছেন, তাহলে ওই প্রার্থীর জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে। বরগুনা পৌরসভা নির্বাচনে মোট ১৭ হাজার ৯৩২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর ভেতর ১৯৪টি ভোট বাতিল হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.