ভারতীয় জাতীয় সংগীত ‘ভুল’ গেয়েছেন বিজেপির নেতানেত্রীরা: তৃণমূল
ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার ডুমুরজলায় বিজেপি আয়োজিত এক সভার মঞ্চে বিজেপির নেতানেত্রীরা ভারতীয় জাতীয় সংগীত ‘ভুল’ গেয়েছেন বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। সেসময় মঞ্চে ছিলেন কমপক্ষে দু’জন ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী। ছিলেন শুভেন্দু অধিকারী, কৈলাস বিজয়বর্গীয়রাও। ঘটনার নিন্দা জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। খবর হিন্দুস্থান টাইমস বাংলার।
বিজ্ঞাপন টুইটারে সেই জাতীয় সঙ্গীতের পোস্ট করে অভিষেক লিখেছেন, ‘যাঁরা দেশভক্তি এবং জাতীয়তাবাদের জ্ঞান দেন, তাঁরা ঠিকভাবে আমার জাতীয় সংগীত গাইতেও পারেন না। এটা সেই দল, যারা ভারতের সম্মান এবং গর্ব বজায় রাখার দাবি করে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে