‘আমার হৃদপিণ্ড বন্ধ হয়ে গিয়েছিল’, কী হয়েছে কঙ্কনার?
চোখের সামনে হঠাৎ সেই মানুষটাকে দেখলে এমনটাই হয় বোধ হয়। চাইলেও যে মানুষটাকে আর কাছে পাওয়া সম্ভব নয়, রাস্তায় চলতে চলতে অজ্ঞাতসারে যদি হঠাৎ সেই মানুষটার মুখ চোখের সামনে চলে আসে? হৃদপিণ্ড যেন বন্ধ হয়ে যায় কয়েক মুহূর্তের জন্য।
তেমনটাই হল কঙ্কনা সেনশর্মার সঙ্গে। পথ চলতে চলতে আচমকা দেখা মিলল প্রয়াত অভিনেতা ইরফান খানের।না, তিনি নেই। ফিরবেনও না। কিন্তু তাঁকে স্মরণ করার জন্য রয়ে গিয়েছে তাঁর অজস্র কাজ। আর চলচিত্র জগতে তাঁর অবদানকে কৃতিত্ব দিতেই মুম্বইয়ের বান্দ্রায় একটি পুরনো বাড়ির দেওয়ালে তাঁর ছবি আঁকলেন দুই শিল্পী। বিকাশ বন্সাল ও রঞ্জিত দাহিয়া।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.