বরাদ্দের ১২০ শতাংশ বৃদ্ধি, আরও বাড়ানোর প্রস্তাবনা
মোংলা-খুলনা রেল লিংক প্রকল্প ব্যয় বেড়েই চলেছে। ২০১০ সালের ডিসেম্বরে মোংলা বন্দর-খুলনা রেললাইন প্রকল্পের অনুমোদন দেয় সরকার। তিন বছরের মধ্যে প্রকল্পের অধীনে ৬৪ দশমিক ৭৫ কিলোমিটার রেললাইন নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল।
তবে জমি অধিগ্রহণ এবং নকশা পরিবর্তন সংক্রান্ত জটিলতায় প্রকল্প অনুমোদনের প্রায় ছয় বছর পরে প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ শুরু হয়। গত বছরের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটির দৃশ্যমান অগ্রগতি হয়েছে ৭৫ শতাংশ। এরই মধ্যে প্রকল্পের ব্যয় প্রাথমিক ধার্যকৃত বাজেটের চেয়ে ১২০ শতাংশ বেড়ে তিন হাজার ৮০১ কোটি টাকায় দাঁড়িয়েছে।