জমি কেটে নিচ্ছে ইজারাদার, রেখে যাচ্ছে নদীভাঙনের ভয়

জাগো নিউজ ২৪ খোকসা প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২১, ০৮:৪৬

কুষ্টিয়ার খোকসায় সরকারের তিনটি আবাসন প্রকল্পের দেড়শ মিটারের ভেতর থেকে ফসলসহ জমির মাটি কেটে নিচ্ছেন বালু মহালের ইজারাদার। ফলে আশ্রয়ন প্রকল্পগুলো নদীভাঙনের কবলে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও ইজারাদারের এস্কেভেটর পোড়ানোর মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন নিরাপরাধ ৩০ ভূমিহীন।

গড়াই নদীর ভাঙন উপদ্রুত ওসমানপুর ইউনিয়ন হিজলাবট ও খানপুর মৌজায় হিজলাবট দ্বিপচর আশ্রয়ন প্রকল্প। প্রায় দুই যুগ ধরে ১৭০টি পরিবার এ আবাসনে বসবাস করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও