You have reached your daily news limit

Please log in to continue


কিংবদন্তী লয়েডকে টপকাতে কোহলির প্রয়োজন ১৪ রান

২০২০ সালে কোনো আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পাননি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার সঙ্গে অ্যাডিলেড টেস্টে তার নেতৃত্বেই ভারত ৩৬ রানে অল-আউট হয়ে দেশটির ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রানের টেস্ট ইনিংসের লজ্জাজনক অধ্যায় রচনা করেছে। তবে ২০২১ সালের শুরুতেই ছবিটা বদলে দিতে পারেন কোহলি। তার সামনে এখন রয়েছে রেকর্ডের হাতছানি। প্রথম সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট খেলেই দেশে ফিরে আসেন কোহলি। এরপর যথারীতি ছুটি কাটিয়ে ইংল্যান্ড সিরিজ উপলক্ষে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। এই মুহূর্তে চেন্নাইয়ের করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বায়ো-বাবলে থাকা কোহলি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টই দারুণ এক রেকর্ড গড়তে পারেন। বছরের শুরুতেই তার সামনে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তী স্যার ক্লাইভ লয়েডকে টপকে যাওয়ার হাতছানি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন