টাঙ্গাইলের ৫ পৌরসভায় আওয়ামী লীগের বিজয়
টাঙ্গাইলের পাঁচটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইল পৌরসভায় এসএম সিরাজুল হক আলমগীর, ভূঞাপুরে মাসুদুল হক মাসুদ, মির্জাপুরে সালাম আক্তার শিমুল, সখীপুরে বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ এবং মধুপুর পৌরসভায় সিদ্দিক হোসেন খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
টাঙ্গাইল পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম সিরাজুল হক আলমগীর ৬৬ হাজার ৬১৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক সানু পান ২২ হাজার ৯০০ ভোট পেয়েছেন।