You have reached your daily news limit

Please log in to continue


মোদীর ঢাকা সফর নিয়ে কথা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য ঢাকা সফরের দিন ক্ষণ নির্ধারণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে নয়াদিল্লিতে বৈঠকে বসলেন ভারত ও বাংলাদেশের বিদেশসচিবেরা। ভারতীয় দলের নেতৃত্ব দেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। বাংলাদেশের বিদেশসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ছিলেন ভারতে বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ ইমরান। মন্ত্রক জানিয়েছে, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্কেরও ৫০ বছর এই ২০২১-শে। দু’দেশই চাইছে বন্ধুত্বমূলক সম্পর্ক একটা নতুন উচ্চতায় প্রতিষ্ঠিত হোক। কোভিড মোকাবিলায় সহযোগিতার পাশাপাশি বাণিজ্য, বিদ্যুৎ, শক্তি, জলসম্পদ ও অন্যান্য বহুমাত্রিক ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন