সকালে উঠে প্রথমেই প্রয়োজন হয় এক কাপ চায়ের। তর্ক সাপেক্ষে বলা যেতে পারে চা ছাড়া একটি দিন চলা প্রায় অসম্ভব। মাথা ব্যথা, ঘুম ঘুম লাগা, এমনকি শরীরের ক্লান্তিভাব কাটাতে চায়ের বিকল্প নেই। চা মুহূর্তের মধ্যেই আমাদের শরীর ও মন কে করে তোলে চাঙ্গা ও সতেজ। কিন্তু এই চা বানানো অনেকের কাছেই খুব কষ্টসাধ্য। এবার চা বানানোর কষ্ট থেকে মুক্তি দিতে বাজারে এসেছে 'চা বোমা'।
অনেকে হয়তো শুনেছেন চকলেট বোমা, মার্শমালো বোমাসহ আরও অনেক রকমের মুখরোচক খাবার সম্পর্কে। কিন্তু চায়ের স্বাদের বোমা যা কিনা অনেকের জন্যই হতে পারে আশীর্বাদ সরূপ। রাস্তায় চলতে চলতে, গাড়িতে ঘোরার সময়, এমন কোনও জায়গা যেখানে চা পাওয়া দুর্লভ প্রায় তার জন্য এই চা বোমা অবশ্যই কার্যকরী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.