কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শীতেও শরীর ঘেমে দুর্গন্ধ, জেনে নিন মুক্তির উপায়

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১, ১২:৪৯

শীতের সময়ও অনেকের শরীর ঘামতে থাকে। আবহাওয়া ঠাণ্ডা আর শুষ্ক হওয়ায় সাধারণত শীতে শরীরে ঘাম কম হয়। তবে এই সময়ও অনেকের বাইরে বের হলে ব্যাগে মোবাইল, হেডফোনের পাশাপাশি পকেট ডিও ডরেন্ট রাখা একান্ত জরুরী হয়ে দাঁড়িয়েছে। সুগন্ধি সাবান বা শাওয়ার জেল দিয়ে গোসল করেও গায়ের দুর্গন্ধ যাচ্ছে না।

ত্বক বিশেষজ্ঞরা বলছেন, গায়ে গন্ধ তৈরি হওয়া, বিশেষ করে আন্ডারার্মে গন্ধ হওয়া একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এটি পিউবার্টির সময় শুরু হয়, চলে আজীবন। তবে অতিরিক্ত দুর্গন্ধ হওয়াটা একটা সমস্যা। শরীরে দুর্গেন্ধের জন্য দায়ী হচ্ছে বিও এনজাইম। এই বিও এনজাইম এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়ার মধ্যে থাকে। আর এই ব্যাকটিরিয়া বাসা বাঁধে আমাদের বাহুমূলে। সে কারণে দুর্গন্ধের সৃষ্টি হয়। নানা রকম পারফিউম বা ডিওডোরেন্ট ব্যবহার করেও সাময়িকভাবে দুর্গন্ধ গেলেও তা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও