You have reached your daily news limit

Please log in to continue


খুলনায় ১৭ টিকাদান কেন্দ্র চূড়ান্ত, ভ্যাকসিন আসবে ৩১ জানুয়ারি

খুলনায় করোনাভাইরাসের প্রতিষেধক টিকা সংরক্ষণে ৩০টি হিমায়িত বাক্স, ১৭টি টিকাদান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। খুলনায় টিকা পৌঁছাবে ৩১ জানুয়ারি। প্রথমধাপে টিকাপ্রাপ্তদের প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। তবে টিকা পেতে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। টিকাদান কার্যক্রম ও পরবর্তী পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সমাধানের জন্য জেলা, সিটি করপোরেশন ও উপজেলা পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে। টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার ভীতি দূর করতে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে কাউন্সেলিংসহ সমাবেশ করা হচ্ছে। খুলনা সিভিল কার্যালয় সূত্রে জানা যায়, বরাদ্দ পাওয়া টিকা ৩১ জানুয়ারি গ্রহণ করতে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদকে সভাপতি করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। টিকা সংরক্ষণে ৩০টি আইএলআর (হিমায়িত বাক্সের মধ্যে সংরক্ষণ) প্রস্তুত রাখা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন