কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতি ইঞ্চি অনাবাদি জমিতে আবাদ

প্রথম আলো কৃষি মন্ত্রণালয় প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১, ১০:১৫

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে কাজ হারিয়ে অনেকেই শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। একই কারণে বিদেশ থেকে ফেরত আসা ব্যক্তিরাও এখন গ্রামে। করোনাকালে দেড় কোটির বেশি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। সব মিলিয়ে বৈশ্বিক মহামারির বিরূপ প্রভাবে গত এক বছরে গ্রামীণ অর্থনীতি চাপে পড়েছে। এমন বাস্তবতায় গ্রামের মানুষকে আয়বর্ধক কাজে সম্পৃক্ত করতে সরকার একটি কৃষিভিত্তিক প্রকল্প হাতে নিয়েছে।

জানা গেছে, ‘অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন’ শীর্ষক এই প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হবে ৪৭০ কোটি টাকা, যার পুরোটাই দেবে সরকার। দেশের সব উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। এর আওতায় মোট ৫ লাখ ৩৭ হাজার ৯০৬টি প্রদর্শনী খামার স্থাপন করা হবে। প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রকল্প শেষ হবে ২০২৩ সালে। এতে সফলতা পাওয়া গেলে পরে আবারও তা নেওয়া হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও