কথা দিয়ে কথা না রাখায় ভাই কাদেরের ওপর চটেছেন মির্জা কাদের

প্রথম আলো বসুরহাট, কোম্পানীগঞ্জ, নোয়াখালী প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ১১:১৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগদানের কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। কিন্তু তিনি অনুষ্ঠানে যোগ দেননি। এ কারণে তাঁর প্রতি তীব্র ক্ষোভ ঝেড়েছেন তাঁর ছোট ভাই ও নবনির্বাচিত মেয়র। তিনি বলেছেন, ‘ভার্চ্যুয়াল প্রোগ্রাম দিয়ে যাঁরা আসেননি, তাঁরা অপরাজনীতির কাছে মাথা নত করেছেন। অপরাজনীতির কাছে আত্মসমর্পণকে ঘৃণা করি।’

গতকাল বুধবার বিকেলে কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজ মাঠে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছিল ওবায়দুল কাদেরকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন। অনুষ্ঠানে কাদের মির্জা বলেন, ‘আমার প্রয়োজন নেই কোনো ক্ষমতার। দল থেকে বহিষ্কার করবেন? করে দেন। আমরা বঙ্গবন্ধুর কথা বলব, শেখ হাসিনার উন্নয়নের কথা বলব। স্বাধীনতার কথা বলব। অন্যায়, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে কথা বলব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও