কুলে কুলে ভরা বাজার
সারি করে সাজানো বাউকুলের বস্তা। পাইকারেরা বাউকুল কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন শহর ও গ্রামে। কুলে কুলে ভরা বাজারে সকাল থেকে শুরু হয় কেনাকাটা, চলে রাত পর্যন্ত। এভাবেই জমে উঠেছে নীলফামারীর সৈয়দপুর শহরে বাউকুল ও আপেলকুলের বাজার। মৌসুমে এই কুলের বাজার জমে ওঠায় কুলচাষি, আড়তদার, পাইকার, খুচরা ব্যবসায়ী ও পরিবহনকারী সবাই লাভবান হচ্ছেন।
সৈয়দপুর ১ নম্বর ঘুণ্টি এলাকায় রেললাইন ঘেঁষে বসছে কুলের বাজারটি। জয়পুরহাট, দিনাজপুর, রংপুর, ঈশ্বরদীসহ বিভিন্ন এলাকা থেকে আসছে এসব কুল। ছোট, মাঝারি ও বড় আকৃতির এসব কুল বহন করা হচ্ছে ট্রেন, পিকআপ, রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশায়। এখান থেকে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা মণ দরে কুল কিনে নিয়ে যাচ্ছেন।