যুক্তরাজ্যে চালু ‘ফেসবুক নিউজ’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নতুন ফিচার ‘ফেসবুক নিউজ’। মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে যুক্তরাজ্যে এই ফিচার চালু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। জানা যায়, গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) যুক্তরাজ্যে নতুন এই সেবা চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
নতুন এই ফিচারের জন্য ফেসবুক যুক্তরাজ্যের প্রধান সব গণমাধ্যম; স্কাই নিউজ, দ্য গার্ডিয়ান, চ্যানেল ফোরের মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুক সংবাদ প্রকাশের জন্য এসব সংবাদ সংস্থাকে অর্থ দেবে।