কী নেই আকলিমুন নেছার ছাদবাগানে
উদ্ভিদবিদ্যায় পড়াশোনা শেষ করা আকলিমুন নেছা একজন ‘শিক্ষিত’ ছাদকৃষক। টমেটো, লেটুস, মুলা, ফুলকপি, বাঁধাকপি, গাজর, শজনে, লেবু, মিষ্টিকুমড়া, লাউ, বেগুন, মটরশুঁটি, পেঁপে, হলুদ, আদা, শর্ষে, ধনিয়া, রসুন, পেঁয়াজ, কচুশাক, পাথরকুচি, নিম, তুলসী, গাইনুরা সবই আছে তাঁর ছাদবাগানে। গাছকে পোকামাকড় থেকে রক্ষায় নিজের নিমগাছের পাতা দিয়েই তৈরি করেন তেল। সবজির খোসাসহ বিভিন্ন জিনিস দিয়ে বানান জৈব সার। হাত পরাগায়নসহ ১জি, ২জি, ৩জি (জেনারেশন) পদ্ধতিতে গাছ পরিচর্যার সব কাজ তিনি নিজেই করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাগান পরিচর্যা
- ছাদে বাগান