মেসির ফরাসি ভাষা শেখা নিয়ে ফের নতুন জল্পনা
মরসুম শুরুর আগে লিয়োনেল মেসি নিজেই বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন। চুক্তি সংক্রান্ত জটিলতা থাকায় শেষপর্যন্ত তিনি এই মরসুমেও ক্যাম্প ন্যুতেই খেলার সিদ্ধান্ত নেন। কিন্তু তাঁর স্পেন ছাড়ার সম্ভাবনা নিয়ে জল্পনা অব্যাহত। তা তীব্র হয়েছে বার্সেলোনার সাম্প্রতিক আর্থিক সঙ্কটের জন্য। বলা হচ্ছে, ক্লাবের এই আর্থিক সঙ্কট থেকে বেরিয়ে আসার এখন একটাই রাস্তা। মেসিকে বিক্রি করে দেওয়া। কিন্তু বার্সা ছেড়ে কোথায় খেলবেন আর্জেন্টিনীয় কিংবদন্তি? সব চেয়ে বেশি শোনা যাচ্ছে দু’টি ক্লাবের নাম। পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি এবং প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি)।
এক ফরাসি সাংবাদিকের দাবি, পাল্লা পিএসজির দিকেই ভারী! সেটা স্পষ্ট হয়েছে নাকি সম্প্রতি মেসি ও তাঁর পরিবার ফরাসি ভাষা শেখা শুরু করায়। বার্সা অধিনায়কের ঘনিষ্ঠ সূত্র অবশ্য এই খবরের সত্যতা অস্বীকার করেছে। ওই ফরাসি সাংবাদিকের নাম জোফোয়া গাতিয়ে। তিনি নিজের কলামে লিখেছেন, ‘‘মেসিকে এবং তাঁর পরিবার ও বাচ্চাদের এখন ফরাসি শেখানো হচ্ছে।