![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fexam-20210127205942.jpg)
দুই দিনের সন্তানকে নিয়ে অ্যাম্বুল্যান্সে বসে পরীক্ষা দিলেন মা
দুই দিনের নবজাতককে সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নিলেন উদ্যমী এক মা। তবে শ্রেণি কক্ষে নয়, অ্যাম্বুলেন্সে বসে শিক্ষকদের উপস্থিতিতে পরীক্ষা দিয়েছেন কলেজছাত্রী পিংকী রাণী পাল (২২)।
এ সময় ওই অ্যাম্বুলেন্সে নবজাতক এবং পিংকী রাণীর মাও ছিলেন। নানীর কোলে নাতনি, মায়ের হাতে কলম-এমন এক অদম্য নারীর ইচ্ছাশক্তির গল্প এখন সিলেটের বিয়ানীবাজারবাসীর মুখে-মুখে।