![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_2%2Fpublic%2Ffeature%2Fimages%2Fchattagram_0.jpg%3Fitok%3DGfh5Vmof)
ভোটের মাঠে নতুন অস্ত্র ‘বিলাই খামচি’
শরীরের সংস্পর্শে এলে প্রচণ্ড চুলকানি তৈরি করে এমন গুল্মজাতীয় উদ্ভিদ বিলাই খামচি দিয়ে প্রতিপক্ষের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে।
চট্টগ্রামে স্থানীয়ভাবে এ উদ্ভিদকে বাঁদরওলা বলা হয়। এটি দেহের সংস্পর্শে এলে প্রচণ্ড প্রচণ্ড চুলকানি তৈরি করে। ফলে, আক্রান্ত ব্যক্তিকে প্রায় ২৪ ঘণ্টাজুড়ে অস্বস্তিতে থাকতে হয়।