ভিডিও স্টোরি: ভ্যাকসিন নিয়ে গুজব, শংকা কেন?
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ১৩:৪৫
ভারতের সিরাম ইন্সটিটিউট থেকে বাংলাদেশের কেনা করোনাভাইরাসের টিকার প্রথম চালান সোমবার বাংলাদেশে এসেছে। এই চালানে বাংলাদেশ পেয়েছে ৫০ লাখ ডোজ। শীগগিরই এই টিকা সারাদেশে প্রয়োগের জন্য প্রস্তুতিও শুরু করেছে সরকার। কিন্তু এরআগেই নাগরিকদের কারো কারো মধ্যে করোনাভাইরাসের টিকা নিয়ে নানারকম গুজব ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। অনেকের মধ্যেই তৈরি হয়েছে দ্বিধা-দন্দ্ব। কিন্তু বাংলাদেশে যেখানে বরাবরই টিকা কর্মসূচী নিয়ে সাফল্যের ইতিহাস রয়েছে, সেখানে করোনাভাইরাসের টিকা নিয়ে এমন শংকার কারণ কী?