ইরফান সেলিমকে কেনো জামিন নয়: হাইকোর্ট
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান সেলিমকে কেনো জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
নৌ বাহিনীর এক কর্মকর্তা মারধরের ঘটনায় ধানমন্ডি থানায় মামলা করা হয়। এ মামলায় ইরফানের বডিগার্ড আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ মামলায় নিন্ম আদালতে ইরফানকে জামিন দেননি। পরে হাইকোর্টে জামিন চান। আবেদনের পক্ষে সাঈদ আহমেদ রাজা ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি ড. মো. বশিরউল্লাহ শুনানি করেন।