লালখান বাজারে সংঘর্ষ, ধাওয়া, বিস্ফোরণ

প্রথম আলো লালখান বাজার প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ১৩:০২

চট্টগ্রাম সিটির ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ–সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে আজ বুধবার সকাল থেকে থেমে থেমে সংঘর্ষ চলেছে। এতে আহত হন কমপক্ষে ২০ জন। সকালে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমকে পুলিশ ধরে নিয়ে গেছে।

ওই ওয়ার্ডের তুলাপুকুরপাড় ও মতিঝর্ণায় ককটেল বিস্ফোরণ হয়েছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত লালখান বাজার হাই লেভেল রোড, তুলাপুকুর লেন এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে।

সকালে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমকে পুলিশ ধরে নিয়ে যায়। পরে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, ‘আমাকে পুলিশ কমিশনারের কার্যালয়ে বসিয়ে রাখা হয়েছে। আমি নৌকার জন্য কাজ করছি।’ তবে তাঁর বিরুদ্ধে দল থেকে মনোনীত কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও