ভোট রেজাউলের, পরীক্ষা নাছিরের
চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটের ফলই আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করে দেবে। তবে এই নির্বাচন একই সঙ্গে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের জন্যও বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। দলের প্রার্থীর জয়–পরাজয়ের সঙ্গে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎও জড়িয়ে গেছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতারা বলছেন, চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতিতে বিভক্তি, জটিলতা অনেক পুরোনো। সিটি নির্বাচন তা নতুন করে সামনে নিয়ে এসেছে। ভোটের পরও এর রেশ থেকে যাবে।
সিটি নির্বাচনের প্রচারণার শুরুতে কিছুটা নীরব থাকলেও কেন্দ্রের কড়া নির্দেশনা পেয়ে আ জ ম নাছিরকে মাঠে তৎপর থাকতে দেখা গেছে। তাঁকে রেজাউল করিমের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে নাছিরের সমর্থকদের নিষ্ঠার বিষয়ে সংশয় রয়ে গেছে রেজাউলের সমর্থকদের।