![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F01%2F26%2Faishwarya_rai_cover.jpg%3Fitok%3DvD3XQxzb)
ঐশ্বরিয়ার স্বর্ণখচিত বিয়ের শাড়ির দাম ছিল ৭৫ লাখ!
১৪ বছর পরেও বলিউডের পাওয়ার কাপল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ে নিয়ে বি-টাউনবাসীর আগ্রহের কমতি নেই। ওই সময়ে মানুষ ঘরে বসে টেলিভিশনের পর্দায় দেখেছিলেন বর-কনের রাজকীয় আয়োজন। বহু বছর ধরে তাঁদের বিয়ে আলোচনায়। আজও সবার হয়তো মনে পড়বে, সাবেক বিশ্বসুন্দরীর পরনে ঐতিহ্যিক কাঞ্জিভরম শাড়ির কথা। মনে পড়বে রাজপুত্রের সাজে অভিষেকের কথা।
২০০৭ সালের ২০ এপ্রিল। এ দিন ঐশ্বরিয়া ও অভিষেক বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ভারতবাসীকে চমকে দিয়েছিলেন। এ দম্পতির প্রতি ভক্তদের ভালোবাসা অসীম। ২০১১ সালে তাঁদের কোলজুড়ে আসে কন্যাসন্তান, নাম আরাধ্যা বচ্চন।