![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F01%2F26%2Fmunshigonj-accidennt.jpg%3Fitok%3DsjrVd1RJ)
মুন্সীগঞ্জে বাসচাপায় প্রাণ গেল পথচারীর
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গজারিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত মল্লিক এ খবর নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। এ ছাড়া আহত ব্যক্তির নাম খলিলুর রহমান (৪৫)।