কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সৌদি আরবকে আরো শ্রমিক নেওয়ার অনুরোধ স্পিকারের

কালের কণ্ঠ জাতীয় সংসদ ভবন প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ২০:২৭

সৌদি আরবকে অধিকসংখ্যক শ্রমিক নেওয়ার অনুরোধ জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, দক্ষ কর্মী সৌদি আরবে পাঠাতে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই বাংলাদেশ হতে আরো অধিক সংখ্যক দক্ষ কর্মী সৌদি আরবে নেওয়া হবে বলে বাংলাদেশ আশা করে।

সোমবার সন্ধ্যায় স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান-এর সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার, করোনাকালে উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতি, অভিবাসন ইস্যু, সংসদীয় সম্পর্কের উন্নয়ন ও সংসদীয় মৈত্রী গ্রুপসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও