লতিফ সিদ্দিকীর দখল থেকে উদ্ধার জমিতে শিশুপার্ক করবে প্রশাসন

প্রথম আলো টাঙ্গাইল সদর প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ১৮:৫৩

টাঙ্গাইলে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর দখল থেকে উদ্ধার করা জমিতে শিশুপার্ক করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পার্কটি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে করা হবে। এ লক্ষ্যে আগামী বুধবার জেলার বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

গতকাল রোববার শহরের জেলা সদর সড়কের আকুরটাকুরপাড়ায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর দখলে থাকা দুই বিঘা (৬৬ শতক) জমি উদ্ধার করে জেলা প্রশাসন। অভিযানে ওই জমিতে লতিফ সিদ্দিকীর নির্মিত স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উদ্ধার করার পর জমিটিতে লাল নিশান এবং এটি ‘ক’ তালিকাভুক্ত অর্পিত সম্পত্তি বলে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও