দেশে প্রথমবারের মতো দুটি কেটিএম মোটরসাইকেল উন্মোচন করল কেটিএম বাংলাদেশ-রানার অটোমোবাইলস। আজ সোমবার ময়মনসিংহের ভালুকায় অবস্থিত রানার অটোমোবাইলস লিমিটেডের কারখানায় কেটিএম ১২৫ ডিউক এবং কেটিএম আরসি ১২৫ মডেলের দুটি মোটরসাইকেল উন্মোচন করা হয়।
মোটরসাইকেল প্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয় অস্ট্রিয়ান মোটরসাইকেল ব্র্যান্ড কেটিএম। কেটিএমের সিগনেচার ‘ডিউক অ্যাটিটিউড’ যুক্ত কেটিএম ১২৫ ডিউক বিশ্বজুড়ে ১২৫ সিসি বিভাগে অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল। ডিউকের বিশেষত্ব হলো এর গতি। কেটিএম ১২৫ ডিউকের রয়েছে লিকুইড-কুলড, ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন যা ৯২৫০ আরপিএমে দেয় ১৪.৫ এইচপি ক্ষমতা এবং ৮০০০ আরপিএমে দেয় ১২ নিউটন মিটার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.