নতুন এফডিআইয়ে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল চীন

প্রথম আলো চীন প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ১৫:০৪

সরাসরি নতুন বিদেশি বিনিয়োগ (এফডিআই) টানার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন। গতকাল রোববার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে, বিদায়ী বছর যুক্তরাষ্ট্রে সরাসরি বিনিয়োগের পরিমাণ প্রায় অর্ধেকে নেমে এসেছে। এর মাধ্যমে শীর্ষস্থান হারিয়েছে দেশটি।

আঙ্কটাডের প্রতিবেদনে বলা হয়, গত বছর চীনা কোম্পানিতে সরাসরি বিনিয়োগ ৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে গত বছর চীনে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে ১৬ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার আর যুক্তরাষ্ট্রে পেয়েছে ১৩ হাজার ৪০০ কোটি ডলার। আঙ্কটাডের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ২০২০ সালে বিশ্বে বিদেশি বিনিয়োগ কমেছে ৪২ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও