বহুদিন পর দেখা মিলল সাপের খেলা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ০৮:৫১
‘আমার কি মা বইন নাই? চুরি কইরা খাওন ভালো নাকি চাইয়া খাওয়া ভালো? দরকার হইলে চাইয়া খামু।’ সাপ বেজির খেলা দেখাতে দেখাতে কথাগুলো বলছিলেন সাপুড়িয়া ফয়াসাল (২৫)। সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ হয় তার। একেক দিন একেক জায়গায় গিয়ে সাপের খেলা দেখিয়ে মানুষকে বিনোদন দিয়ে ও তাবিজ বিক্রি করে অর্থ উপার্জন করেন তিনি।
১০ থেকে ১৫ বছর আগেও চাঁদপুরে বিভিন্ন হাট বাজারে মাঝে মাঝে দেখা যেত সাপের খেলার দৃশ্য। ইদানিং সেটা কম দেখা গেলেও একেবারে যে নেই তা নয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জীবিকা নির্বাহ
- সাপের খেলা