লজ্জা এড়াতে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ২৩২ রান
ফিল সিমন্সের অসহায়ত্ব ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে ওয়ানডে সিরিজে। প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে হাজির হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ। বাংলাদেশে সর্বশেষ সফরে প্রথম সারির দলই স্পিন সামলাতে পারছিল না। এবার একগাদা নতুন মুখ নিয়ে হাজির হয়ে সিমন্সকে সেই স্পিন সামলানো নিয়েই ভাবতে হচ্ছে পুরোটা সময়।
দলের টপ ও মিডল অর্ডার প্রথম দুই ম্যাচেই ব্যর্থ হয়েছে। লেট মিডল অর্ডারের দৃঢ়তায় দুই ম্যাচে এক শ পার করা ওয়েস্ট ইন্ডিজ দুবারই ম্যাচ থেকে ছিটকে গেছে প্রথম ইনিংসে। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে ম্যাচের মাঝপথেই ফল নির্ধারিত হয়ে যেতে দেখতে চান না সিমন্স। আর সে লক্ষ্যে ব্যাটসম্যানদের অন্তত ২৩০ রান করার লক্ষ্য দিয়েছেন। কিন্তু ২৩০ রান করলেই কি লজ্জা এড়াতে পারবে সফরকারীরা?