রাজশাহীর দুর্গাপুরে সাগরি বেগম (৩৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের শ্রীধরপুর আংরার বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামী আবদুল লতিফ মোল্লা (৪৫) ও তার চতুর্থ স্ত্রী আসমা বেগমকে (৩৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আবদুল লতিফ মোল্লা নাটোর জেলার আহম্মদপুর এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শ্রীধরপুর আংরার বিলে পুকুর পাহারাদারের কাজ করতেন আবদুল লতিফ। পুকুর পাড়ে ঝুপরি তুলে সেখানেই তৃতীয় স্ত্রী সাগরি বেগমকে নিয়ে বাস করতেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.