এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
করোনাকালে এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। রোববার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মূল্যবৃদ্ধির নামে জনগণের পকেট কাটা হচ্ছে অভিযোগ করে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, সরকারি এলপিজি কোম্পানি বর্তমানে প্রতি সিলিন্ডারের মূল্য নিচ্ছে ৬০০ টাকা আর বেসরকারিগুলো ইচ্ছেমতো মূল্য নিচ্ছে। কিন্তু এ দাম বাড়াতে প্রস্তাব করেছে সরকারি এলপিজি কোম্পানি।