You have reached your daily news limit

Please log in to continue


কলকাতায় সকলেই তো বিশিষ্টজন, আবার দেখা হবে, ভিক্টোরিয়ার চা-চক্রে বলে গেলেন প্রধানমন্ত্রী

কলকাতা শহরে তো সকলেই বিশিষ্ট! তিনি আসতেই থাকবেন। দেখা হতেই থাকবে। শনিবার সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের চা চক্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উবাচ। যা থেকে স্পষ্ট, বাংলায় বিধানসভা ভোটের আগে প্রচারে আসার নান্দীমুখটি শনিবার করে গেলেন তিনি। ভিক্টোরিয়া প্রাঙ্গণে নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানের পর টলিপাড়ার লোকজনেদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় তেমনই ইঙ্গিত দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। অধুনা বিজেপি-তে নাম লেখানো অভিনেত্রী অঞ্জনা বসু যখন তাঁর টলিপাড়ার সহকর্মীদের দেখিয়ে প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘‘স্যার, এঁরা হলেন কলকাতার ইন্টেলেকচুয়াল’’, মোদী স্মিত হেসে বলেছেন, ‘‘কলকাত্তা মে তো সব হি ইন্টেলেকচুয়াল হ্যায়। হম আতে রহেঙ্গে। মুলাকাত ভি হোতি রহেঙ্গি।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন