You have reached your daily news limit

Please log in to continue


নাভালনি'র সমর্থনে আন্দোলন জোরদার হচ্ছে

রুশ কর্তৃপক্ষের পুলিশি গ্রেফতারের হুমকি অমান্য করে, বিরোধী কারারুদ্ধ নেতা, আলেক্সি নাভালনি'র সমর্থকেরা শনিবার রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন I কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে অতিরিক্ত স্বাস্থ্য ঝুঁকির কথাও জানিয়েছিলেন। বিরোধী নেতা,নাভালনি চিকিৎসা শেষে মস্কো ফিরে এলে, তাঁকে আটক করে, মস্কোর একটি জেলে রাখা হয়েছে I স্বতন্ত্র নজরদারি গ্রূপ, 'ওভিডি ইনফো' জানায়, শনিবার রাতে তাঁর স্ত্রী, ইউলিয়া, তাঁর সহযোগী রাজনীতিক, লিউবভ সোবলসহ, তিন হাজারের বেশি প্রতিবাদকারীকে আটক করা হয়েছে I এছাড়াও কয়েক ডজন সাংবাদিককে গ্রেফতার করা হয় I
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন