![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252Fe7183984-f951-47ed-aede-e7aa11c3e010%252Fkoh.JPG%3Frect%3D0%252C335%252C4176%252C2192%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বিশ্বকাপ জিততে না পারলে কোহলিকে অধিনায়কত্ব ছাড়তে হবে
প্রথম আলো
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১, ১৭:২৩
প্রসঙ্গটি নিয়ে এত দিন কথা শুনতে শুনতে বিরাট কোহলির কান ঝালাপালা হয়ে যাওয়ার কথা!মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে যখন ভারতের অধিনায়কত্বের ব্যাটনটা পাকাপাকিভাবে নিয়েছেন, ঠিক তখন থেকেই অধিনায়ক হিসেবে তাঁর কার্যকারিতা ও সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে, এখনো উঠছে।