আবার পেছাল এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি
প্রথম আলো
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১, ১৩:৩১
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির ভাগ্যে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা। করোনাভাইরাসের কারণে আবারও পিছিয়ে গেল এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি। গত বছর সেপ্টেম্বরে ঢাকায় হওয়ার কথা ছিল ছয় জাতির মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটার সূচি প্রথমে এক দফা পিছিয়ে দেওয়া হয়।
নতুন সূচিতে এ বছর ১১ মার্চ থেকে হওয়ার কথা ছিল চ্যাম্পিয়নস ট্রফি হকি। কিন্তু পুরো টুর্নামেন্টই আবারও স্থগিত করেছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)।এশিয়ান হকি ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া বিবৃতি অনুসারে, ঢাকায় ছেলেদের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির পাশাপাশি কোরিয়ায় হতে যাওয়া মেয়েদের চ্যাম্পিয়নস ট্রফিও স্থগিত করা হয়েছে।