আজ দেশের নজরে কলকাতা। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তীতে আজ শহরে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) ১২৫ তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানের সূচনা করবেন মোদী। ভিক্টোরিয়া হলে নেতাজি-জয়ন্তী উদযাপন করা হবে। কলকাতা সফরের প্রাক্কালে শুক্রবার সন্ধেয় বাংলায় টুইট করেন মোদী। একুশের ভোটযুদ্ধের মুখে নেতাজি জয়ন্তী উপলক্ষে মোদীর এই বঙ্গ সফর রাজনৈতিক দিকে থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
কলকাতায় আসার আগে টুইটারে বাংলায় নমো লিখেছেন, 'পশ্চিমবঙ্গের প্রিয় ভাই ও বোনেরা,পরাক্রম দিবসের, এই শুভ দিনটিতে আপনাদের মধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কলকাতায় এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আমরা বীর-কেশরী সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাব'।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.