কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিউজিল্যান্ড সফরে নেই সাকিব!

ইনকিলাব প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১, ২৩:১৪

করোনাভাইরাসের বিরতি শেষে মাঠে ফিরে ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ করে ১৫ দিনের মতো বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন তামিম-মুশফিকরা। এই সফরে সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে হতে পারে বাংলাদেশকে।

তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে নাও যেতে পারেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। নিউজিল্যান্ড সফরে না যাওয়ার বিষয়টি ইতোমধ্যে মৌখিকভাবে বিসিবিকে জানিয়েছেন সাকিব। মার্চের শুরুর দিকে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ। ১৩ মার্চ ডানেডিনে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে তামিম ইকবালের দল। পরের ওয়ানডে ম্যাচটি ১৭ মার্চ দুঃস্বপ্নের সেই ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ২০ মার্চ ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও