![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/bangla-media/2021/01/22/miraz-220121-04.jpg/ALTERNATES/w640/miraz-220121-04.JPG)
‘অনেক দিন পর’ ম্যাচ সেরা হয়ে উচ্ছ্বসিত মিরাজ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১, ১৯:০০
সিরিজ শুরুর আগেই মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ বলেই পাচ্ছেন বাড়তি আত্মবিশ্বাস। পারফরম্যান্সেও তা ফুটিয়ে তুললেন তরুণ এই অফ স্পিনার। করলেন ক্যারিয়ার সেরা বোলিং। ম্যাচ সেরা হয়ে খুশিতে ভাসছেন মিরাজ।