কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিরসরাইয়ে সর্বোচ্চ দামে ধান বিক্রি, হাঁসি ফুটেছে কৃষকের মুখে

নয়া দিগন্ত মীরসরাই প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১, ১১:৫৮

চট্টগ্রামের মিরসরাইয়ে এবার আমন ধানের ভালো দাম পেয়েছেন চাষিরা। এবার সর্বোচ্চ দামে ধান বিক্রি করেছেন কৃষকেরা। এতে করে আগামীতে ধান চাষ আরো বাড়তে পারে বলে আশাবাদী উপজেলা কৃষি বিভাগ। ভালো ফলনের পাশাপাশি বাজারে ধানের দাম বেশি থাকায় কৃষকদের মুখে তৃপ্তির হাসি ফুটেছে।

উপজেলার বড়দারোগাহাট, মিঠাছড়া, আবুতোরাব, বারইয়ারহাট, আবুরহাট, কমরআলী ও ছোটখাটো সব বাজারে আমন ধানের মণ বাজারে বিক্রি হচ্ছে এক হাজার থেকে ৯০০ থেকে এক হাজার টাকায়। চিকন ধান বিক্রি হচ্ছে এক হাজার ৫০০ টাকায়। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা থেকে ব্যবসায়ীরা এসে এসব বাজার থেকে ধান ক্রয় করে ট্রাকযোগে দেশের বিভিন্নস্থানে নিয়ে যাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও