![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252Fd3f6ffff-dd3f-496d-92dd-545642c5a3fc%252Fsylet67_03.png%3Frect%3D0%252C73%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
গোলাপগঞ্জ পৌরসভায় দুই ‘বিদ্রোহী’ নিয়ে বিপাকে আ.লীগ
একদিকে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ। অন্যদিকে বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম। তাঁদের টপকে দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহেল আহমদ। মনোনয়নবঞ্চিত হয়ে জাকারিয়া (মুঠোফোন) ও আমিনুল (জগ) স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিপাকে পড়েছেন রুহেল।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায়। ৩০ জানুয়ারি এখানে ভোট হবে। ৯টি ওয়ার্ডের এ পৌরসভায় মেয়র পদপ্রার্থী হয়েছেন চারজন। অন্যজন হলেন বিএনপির প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে