কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেড় বছরের জন্য কৃষি আইন মুলতবির প্রস্তাবে না কৃষক সংগঠনগুলির, আজ ফের বৈঠক

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১, ০৮:৫৪

১০ দফা বৈঠকেও সমাধানসূত্র মেলেনি। কৃষি আইন প্রত্যাহার অনড় কৃষি সংগঠনগুলোর দাবি আংশিক মেনে শেষ বৈঠকে কেন্দ্রের প্রস্তাব ছিল ওই আইন দেড় বছর কার্যকর না করার। কেন্দ্রের এই প্রস্তাবেও সায় এ বার দিল না কৃষক সংগঠনগুলো। সংযুক্ত কিসান মোর্চা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কৃষক সংগঠনগুলির সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। ফলে কৃষি আইন নিয়ে অচলাবস্থা বহালই থাকল।

বুধবার কৃষক সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রের দশম দফার বৈঠক হয়। তিনটি কৃষি আইন দেড় বছরের জন্য কার্যকর করা হবে না বলে বৈঠকে কৃষকদের সামনে প্রস্তাব রাখে কেন্দ্র। বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে প্রাথমিক ভাবে জানিয়েছিল কৃষক সংগঠনগুলো। পরে সাংবাদিক বৈঠক করে সংযুক্ত কিসান মোর্চা জানিয়ে দেয়, সরকারের এই প্রস্তাব তারা মানছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও