খুলনা বিশ্ববিদ্যালয়ে অনশনরত দুই শিক্ষার্থীর একজন অসুস্থ
বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসা দুই শিক্ষার্থীর মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। অন্যজনও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন।
অসুস্থ হওয়া ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ মোবারক হোসেন ওরফে নোমান। তিনি বাংলা ডিসিপ্লিনের (বিভাগ) শিক্ষার্থী। টানা ৪১ ঘণ্টা না খেয়ে থাকার ফলে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বাইরে থেকে চিকিৎসক এনে পরীক্ষা করান। চিকিৎসক তাঁর শরীরে স্যালাইন পুশ করে রেখেছেন। অনশনরত অপর শিক্ষার্থী ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ইমামুল ইসলামের অবস্থাও খুব বেশি ভালো নয়। তাঁকেও যেকোনো সময় স্যালাইন দেওয়ার প্রয়োজন হতে পারে।